নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ননএমপিও স্কুল ও কলেজের ৬৯ জন শিক্ষক-কর্মচারির মাঝে ৩ লাখ টাকা প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ হল রুমে এ প্রণোদনার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।

এ সময় মাধ্যমিক অফিস সুত্রে জানা যায়, শিক্ষক প্রতি ৫ হাজার ও কর্মচারি প্রতি ২ হাজার ৫শ টাকার চেক বিতরণ করা হয়। করোনাকালীন সময়ে স্কুল-কলেজ বন্ধ থাকায় ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা বেকার হয়ে পড়েন। কারন তাদের বেতন ভাতা চলত শিক্ষার্থীদের ফি’র টাকায়। সেটা বন্ধ থাকায় পরিবার পরিজন নিয়ে চরম বিপাকে পড়েছিল উপজেলার ননএমপিও শিক্ষক-কর্মচারীরা। এখন এ প্রণোদনার টাকা কিছুটা হলেও তাদের সংসারে স্বস্তি নিয়ে আসবে।

প্রনোদণা পাওয়া মামুদনগর উচ্চ বিদ্যালয়ের সহকারি গ্রন্থাগারিক মালেকা ইয়াসমীন প্রনোদণার চেক হাতে পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ প্রনোদণা আমাদের সংসার চালাতে সহায়তা করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর প্রণোদনার চেক উপজেলার ননএমপিও স্কুল-কলেজের ৬৯ জন শিক্ষক-কর্মচারিদের মাঝে বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা পেয়ে নন এমপিও শিক্ষক কর্মচারীদের উপকার হবে।

(আরএস/এসপি/জুলাই ০৬, ২০২০)