টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরের টেংড়ীপাড়া গ্রামের ষাটোর্ধ বয়সী আব্দুল আওয়াল বাড়ির পাশে বিলে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। রবিবার (৫ জুলাই) সকালে মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন। রোববার দিনগত রাত ১১টার দিকে টেংড়ীপাড়া বিল থেকে আব্দুল আওয়াল(৬১) এর মরদেহ উদ্ধার করা হয়।  

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে আব্দুল আওয়াল বাড়ির পাশে টেংড়ীপাড়া বিলে জাল দিয়ে মাছ ধরছিলেন। তবে বিকাল হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্থানীয় লোকজন বিলে অনেক খোঁজাখুঁজি করেন। পরে রোববার রাত ১১টার দিকে ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার দূরে আওয়ালের লাশ টেংড়ীপাড়া বিলে ভেসে উঠে।

এ ব্যাপারে ভাদ্রা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, বিলে মাছ ধরার সময় আব্দুল আওয়াল হঠাৎ নিখোঁজ হন। পরে এলাকাবাসী বিলে খোঁজাখুঁজি করে রাতে তার লাশ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সোমবার(৬ জুলাই) সকালে তার লাশ টেংড়ীপাড়া সামাজিক গোরস্থানে দাফন করা হয়।

(আরকেপি/এসপি/জুলাই ০৬, ২০২০)