মাদারীপুর প্রতিনিধি : শুভসংঘ মাদারীপুর শাখার আয়োজনে সোমবার মাদারীপুর সদর উপজেলার আছমত আলী  খান সেতু এলাকার রাস্তার পাশে শতাধিক ফলজগাছের চারা রোপণ করা হয়েছে।

শুভসংঘ মাদারীপুর শাখার উপদেষ্টা সাংবাদিক এসএম আরাফাত হাসান ও সমাজসেবক মো. মনিরুজ্জামান মাতুব্বর মনিরের অর্থায়নে এই কর্মসূচি পালন করা হয়।

এসময় শুভসংঘের সাথে মাদারীপুরের স্থানীয় সংগঠন দুরন্ত মাদারীপুর, স্বপ্নের সবুজ বাংলাদেশ ও বিডি ক্লিন অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শুভসংঘের সহ-সভাপতি রাকিব হাসান বকুল।

সার্বিক সহযোগিতা করেন শুভসংঘের কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী ও শুভসংঘের মাদারীপুর শাখার সাধারণ সম্পাদক মিলন মুন্সি।

গাছের চারা কেনা, গর্ত করা, গাছ লাগাতে সহযোগিতাসহ আরো যারা ছিলেন আমিনুল ইসলাম সোহান, জুবায়ের জাহিদ, আশিক ইসলাম, সাইফ, ফয়সাল, মো. কাজল, মাহাবুব, সোহেল মাতুব্বর, ইমরান মুন্সি, জাহিদ, জালাল, ইমন, আরিয়ান আহমেদ, নাইম ইসলাম, সিয়াম, জান্নাতুল ফেরদৌস, নাদিজা আক্তার, নাফিজা আক্তার, ইমরান হোসেন মোল্লা, মুহাইমিন ইসলাম নাহিদ প্রমুখ।

কর্মসূচির উদ্বোধন করেন শুভসংঘ মাদারীপুর শাখার উপদেষ্টা সাংবাদিক এসএম আরাফাত হাসান। এসময় চালতা, বেল, আমলকি, জাম্বুরাসহ নানাজাতের ফলজ গাছের চারা লাগানো হয়েছে।

(এএস/এসপি/জুলাই ০৬, ২০২০)