চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে ১২ দিন বিরতির পর আবার ৩ জনের করনো পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৫  জনের করোনা শনাক্ত হলো। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রুহুল কুদ্দুস ডলার আজ সোমবার (৬ জুলাই) দুপুর আড়াইটায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্ত তিনজনের মধ্যে একজনের বাড়ি উপজেলার মুলগ্রাম ইউনিয়নের কৈনুড়া গ্রামে। তার বয়স ৫০ বছর। তিনি এর আগে করোনা পজিটিভ শনাক্ত হওয়া ৩০ বছর বয়সী যুবকের পিতা। গত ২৫ জুন তার নমুনা নেয়া হয়। দ্বিতীয়জনের বাড়ি চাটমোহর পৌর সদরের জিরো পয়েন্ট এলাকায়। তার বয়স ৫৫ বছর। তিনি সোনালী ব্যাংকের কর্মকর্তা। তার নমুনা নেয়া হয়েছিল ২৭ জুন। আর অপরজনের বাড়ি হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামে। তার বয়স ৩৩ বছর। তিনি নমুনা দিয়েছিলেন ২২ জুন।

এদের সবারই কমবেশি জ্বর, ঠান্ডা জনিত সমস্যা থাকায় নমুনা দিয়েছিলেন। তবে বর্তমানে তারা অনেকটা ভাল অবস্থায় আছে।

ডাক্তার ডলার আরও জানান, রাজশাহী ল্যাবে নমুনা জটিলতায় রিপোর্ট আসতে দেরী হচ্ছে। এর আগে সর্বশেষ গত ২৩ জুন ২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

(এস/এসপি/জুলাই ০৬, ২০২০)