স্টাফ রিপোর্টার : আসন্ন ঈদুল আজহার কোরবানির পশু পরিবহন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এ বিষয়ে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন মঙ্গলবার (৭ জুলাই) তার দফতরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ আলম।

এর আগে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রেনে করে ঢাকায় আম আনার সেবা চালু করেছিল রেলওয়ে। গত ৫ জুন রাজশাহী থেকে আম নিয়ে ট্রেনের এই যাত্রা শুরু হয়। রহনপুর থেকে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী হয়ে আম নিয়ে ট্রেন দুটি ঢাকায় ঢোকে। আমের পাশাপাশি সব ধরনের শাক-সবজি, ফলমূল, ডিমসহ উত্তরের বিভিন্ন কৃষিজাত দ্রব্যও ট্রেনে পরিবহন করা হয়।

এরই ধারাবাহিকতায় আসন্ন ঈদুল আজহায় বাংলাদেশ রেলওয়ে কোরবানির পশু পরিবহন করতে যাচ্ছে।

(ওএস/এসপি/জুলাই ০৭, ২০২০)