জামালপুর প্রতিনিধি : জামালপুরে করোনা ভাইরাসে নতুন করে ৮ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ছয় বছর বয়সী এক কন্যাশিশু ও ১৩ বছর বয়সী এক মেয়ে নিয়ে জেলায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা ৬৪৯ জনে দাঁড়াল। অন্যদিকে ৪৩২ জন সুস্থ হয়েছেন এবং নয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে জামালপুর স্বাস্থ্য বিভাগ।

নতুন আক্রান্তের মধ্যে জামালপুর সদর উপজেলায় সাতজন ও সরিষাবাড়ী উপজেলায় একজন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্তদের মধ্যে জামালপুর সদরের তুলসীপুর, পৌরসভার নয়াপাড়া পাঁচ রাস্তা মোড়, ইকবালপুর, কাচারিপাড়া, মালগুদাম, কলেজ রোড ও পাথালিয়া এলাকার ব্যক্তি রয়েছেন। এছড়া সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ এলাকায় রয়েছেন একজন।

জামালপুরে উপজেলা ভিত্তিক করোনা আক্রান্তের পরিসংখ্যান হলো: সদর উপজেলায় ২৫১ জন, ইসলামপুর উপজেলায় ১১৫ জন, মেলান্দহ উপজেলায় ৭৯ জন, বকশীগঞ্জ উপজেলায় ৫৯ জন, সরিষাবাড়ী উপজেলায় ৬৮ জন, দেওয়ানগঞ্জে উপজেলায় ৩৬ জন ও মাদারগঞ্জ উপজেলায় ৪২ জন।

সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস জানান, সোমবার (৬ জুলাই) জামালপুরের শেখ হাসিনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৮ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।

আক্রান্ত রোগীদের মধ্যে বর্তমানে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ১৩ জন ও হোম আইসোলেশনে ১৯০ জন চিকিৎসাধীন রয়েছেন।

(আরআর/এসপি/জুলাই ০৭, ২০২০)