বরগুনা প্রতিনিধি : এ বছরের প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বিভাগে বরগুনা জেলা শীর্ষে অবস্থান করছে। বরিশাল বোর্ডে শতকরা পাশের হার ৭১ দশমিক ৭৫, যার মধ্যে বরগুনা জেলায় শতকরা পাশের হার ৭৯ দশমিক ০৭। জিপিএ-৫ পেয়েছে ২২৮ জন শিক্ষার্থী। এছাড়া বরিশাল বোর্ডে সেরা ২০ কলেজ এর মধ্যে বরগুনার আমতলী ডিগ্রি কলেজ চতুর্থ, বেতাগী ডিগ্রি কলেজ ১২তম এবং বরগুনা সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজ ২০তম স্থানে রয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে- এ বছর অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বরগুনা জেলার ২৮টি কলেজ থেকে ৫ হাজার ৬৩৩ জন শিক্ষার্থী (ছেলে ২৯১১ এবং মেয়ে ২৭২২) অংশ গ্রহন করেছে। যার মধ্যে পাশ করেছে ৪ হাজার ৪৫৪ জন (ছেলে ২২৬৩ এবং মেয়ে ২১৯১) শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ২২৮ জন শিক্ষার্থী। এদের মধ্যে মেয়ে ১২২ জন এবং ছেলে ১০৬। এরমধ্যে বরগুনার আমতলী ডিগ্রি কলেজে ১০৪ জন ,বামনায় ১৪ জন, বেতাগী ডিগ্রী কলেজে ১৯ জন , বরগুনা সরকারী কলেজে ৩৫ জন জিপিএ- ৫ পেয়েছে।
(এমএইচ/এএস/আগস্ট ১৩, ২০১৪