সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : কেন্দুয়ায় ২ দিন ব্যাপী পাট চাষী প্রশিক্ষন উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ সম্মেলন কক্ষে সভাপতি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইন উদ্দিন খন্দকার।

পাট অধিদপ্তর কর্তৃক বান্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি” নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারন শীর্ষক প্রকল্পের আওতায় পাট চাষী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম জেলা পাট উন্নয়ন কর্মকর্তা নেত্রকোনা এবং প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ নাজমুল আলম চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান, কেন্দুয়া উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ রুহুল আমিন।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নেতা ও কর্মরত সাংবাদিকগণ। ২ দিনের কর্মশালায় ৫০ জন করে ১০০ জন কৃষক অংশ গ্রহণ করবে।

(এস/এসপি/জুলাই ০৭, ২০২০)