সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোনা) : মুজিব বর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফলজ বনজ ও ঔষুদী গাছের ছাড়া রোপন করল কৃষি বিভাগ।

মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এ চারা রোপন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইন উদ্দিন খন্দকার ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম, ও রিপোর্টার্স ক্লাবের সভাপতি আবুল কাশেম আকন্দ সহ অন্যান্য সাংবাদিক ও সুধি বৃন্দ।

উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান জানান, মুজিব বর্ষ উপলক্ষে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে ১০০ গাছের চারা পর্যায় ক্রমে রোপন করা হবে। আজ এ কর্মসূচির উদ্বোধন করা হলো। উ

পজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম কৃষি বিভাগের এ উদ্যোগকে স্বাগত জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মইন উদ্দিন খন্দকার বলেন, শুধু চারা রোপন করলেই চলবে না এর সঠিক পরিচর্যা করে বাঁচা বাড়ার কাজে সকলকে আন্তরিক সহযোগিতা করতে হবে।

(এসবি/এসপি/জুলাই ০৭, ২০২০)