দীপক চন্দ্র পাল, ধামরাই (ঢাকা) : করোনা ভাইরাসের কারণে মোহাম্মদী গার্ডেন এন্ড এগ্রো দীর্ঘদিন বন্ধ থাকায় বেকার হয়ে পরেছে অনেক কর্মচারী ও কর্মকর্তা। করোনার আগের পার্কে প্রতি দিন হাজার হাজার র্দর্শক আসতো।

আর এই বেকারত্ব দূর করার জন্য বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ শুরু করেছে মোহাম্মদী গার্ডেন এন্ড এগ্রো কতৃপক্ষ।
মাত্র ১৭৬৫ ঘনপুট ট্যাংকিতে ৫০ হাজার লিটার পানিতে ৭৫০০০ রেনু পোনার চাষ শুরু করেছেন গার্ডেন কর্তৃপক্ষ।
মাত্র ৯০ দিনের মধ্যে প্রত্যেকটি রেনু পোনা ৫০০ গ্রাম ওজন হবে প্রত্যাশা এবং তা বাজারেও ভাল মূল্য পাওযয়া যাবে বলে ধারনা করছেন।

এ ব্যাপারে মোহাম্মদী গার্ডেন এন্ড এগ্রো প্রক্রল্পের ম্যানেজার হুমায়ূন কবীর বলেন গত এক সপ্তাহে ৭২ হাজার ঠাকার দেশী
মাগুরের পেনাা ছেড়েছি। এছাড়াও চিতল, রুই, কাতলা,মৃগেল পোনা ও ছেড়েছি লে জানান।

(ডিসিপি/এসপি/জুলাই ০৮, ২০২০)