আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা কেরামত মাঝির বসত ঘর ও গো-খাদ্যর স্তুপে আগুন লাগিয়ে দিয়ে গবাদীপশুর পানির পাত্রে বিষ ফেলে রেখে যায়। বুধবার সকালে গর্ভবতী গাভী দু’টিকে ওই পানি খাওয়ালে গাভী অসুস্থ হয়ে পরে। গৌরনদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

গৃহকর্তা কেরামত মাঝি অভিযোগ করেন, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার বসত ঘরের চার দিক দিয়ে ও বড় দুটি খড়কুটার স্তুপে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। বাড়ির লোকজন দেখতে পেয়ে ডাকচিৎকার দিলে এলাকাবাসি ও গৌরনদী ফায়ার সার্ফিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ওই রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অন্যদিকে উপজেলার তাঁরাকুপি গ্রামের আবুল হোসেন বেপারীর বাড়ির গোয়াল ঘরের তালা ভেঙ্গে মঙ্গলবার রাতে দেড় লক্ষাধিক টাকা মূল্যের গাভী চুরি করে নিয়ে গেছে চোরের দল। হয়েছে।

গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চোর সানক্তসহ চোরাই গাভী উদ্ধারের জোর প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।

(টিবি/এসপি/জুলাই ০৮, ২০২০)