টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে মাদক বিক্রি না করায় গৃহবধূ আঁখি আক্তারের চোখ উপড়ে ফেলার ঘটনায় স্বামী ফারুক হোসাইনের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

বুধবার (৮ জুলাই) দুপুরে কালিহাতী উপজেলার নারান্দিয়া বাসস্ট্যান্ডে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নারান্দিয়া ইউপি সদস্য আনোয়ার হোসেন, তাসলিমা বেগম, সাবেক ব্যাংক কর্মকর্তা আব্দুল মান্নান তালুকদার, ফারুক চৌধুরী, জাহিদ হোসেন, মিথিলা চৌধুরী প্রমুখ। মানববন্ধনে বক্তারা ঘাতক স্বামী ফারুক হোসাইনের ফাঁসি দাবি করেন।

উল্লেখ্য, গত ৫ জুলাই(রোববার) কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মাইস্তা চৌধুরীপাড়া গ্রামের মজিবর রহমানের মেয়ে আঁখি আক্তার মাদক বিক্রি করতে রাজি না হওয়ায় রাতের আঁধারে সিঁধ কেটে ঘরে ঢুকে কাঁচি দিয়ে চোখ উপড়ে ফেলে স্বামী ফারুক হোসাইন (২৫)। পরে আহত আঁখি আক্তারকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

(আরকেপি/এসপি/জুলাই ০৮, ২০২০)