গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে পিডিবির বিদ্যুৎ সঞ্চালন লাইনের উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) গৌরীপুর সরকারি কলেজ প্রঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। এ উন্নয়ন প্রকল্পে ব্যয় হবে প্রায় পৌনে ৩ কোটি টাকা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, বিউবোর বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের ময়মনসিংহ জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ রায়হান নবী খান, বিক্রয় বিতরণ বিভাগ-৩ ময়মনসিংহ জোনের নির্বাহী প্রকৌশলী এস এম মোস্তফা জামাল, প্রকল্প প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, গৌরীপুর আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী নিরঞ্জন কুন্ডু, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু ও সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউছার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ঠিকাদার ইঞ্জিনিয়ার কামাল হোসেন জুয়েল প্রমুখ।

গৌরীপুর আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী নিরঞ্জন কুন্ডু বলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) আওতাধীন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় অনেক ত্রুটি রয়েছে। এ উন্নয়ন প্রকল্পের আওতায় ময়মনসিংহ জোনের উদ্যোগে প্রায় পৌনে ৩ কোটি টাকা ব্যয়ে গৌরীপুরে পিডিবির বিদ্যুৎ লাইন সঞ্চালনের এ উন্নয়ন কাজ সম্পন্ন হলে গৌরীপুরে পিডিপির বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

(এস/এসপি/জুলাই ০৮, ২০২০)