হবিগঞ্জ প্রতিনিধি : থানায় এক সিএনজি অটোরিক্সা চালককে মারধর করে উৎকোচ আদায়ের অভিযোগে হবিগঞ্জ সদর থানার দারোগা শামসুল হককে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় তাকে সদর থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে নেয়া হয়েছে। পুলিশের একটি দায়িত্বশীল সূত্র ঘটনাটি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, গত মঙ্গলবার সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার গোগাউড়া লস্করবাড়ির সিএনজি অটোরিক্সা চালক আলমগীর লস্করকে (২৫) পিএসআই শামসুল হক সোর্সের মাধ্যমে খবর দিয়ে এনে সিএনজি অটোরিক্সাসহ আটক করে সদর থানায় নিয়ে যান। থানায় তাকে আটকে রেখে মারপিট করে টাকা না দিলে ডাকাতি মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে হুমকি দেন।

আলমগীর বাড়িতে ফোন করলে তার ভাই শহিদুল ইসলাম ও মামা জিতু মিয়া ২০ হাজার টাকা শামসুল হককে দিয়ে আলমগীরকে রাত ৯টায় থানা থেকে ছাড়িয়ে নেন। এ সময় আলমগীর অসুস্থ হয়ে পড়লে তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে বিষয়টি পিপি অ্যাডভোকেট আকবর হোসেন জিতুকে জানালে তিনি বিষয়টি হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলামকে অবগত করেন। রাত ১০টায় সিএনজি অটোরিক্সা চালক আলমগীর লস্কর লিখিত অভিযোগ দিলে পিএসআই শামসুল হককে পুলিশ লাইনে ক্লোজড করে পুলিশ কর্তৃপক্ষ।

(পিডিএস/এটিআর/আগস্ট ১৩, ২০১৪)