চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে চোলাই মদ বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেল ৫ তরুণ। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ৬ লিটার চোলাই মদ। বৃহস্পতিবার রাতে পৌর শহরের জারদ্রিস মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার পার-ফরিদপুর গ্রামের সুমন হোসেন (২০), শাকিল হোসেন (১৯), রিপন সরকার (২৬), মৃধাপাড়া গ্রামের হাসান আলী (২৫) ও চকপাড়া গ্রামের মোহাম্মদ আলী (২৪)।

চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে পার্শ্ববতী ফরিদপুর উপজেলার কয়েকজন তরুণ চোলাই মদ নিয়ে চাটমোহর পৌর এলাকার জারদ্রিস মোড় এলাকায় অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে তাদের হাতে থাকা ব্যাগের মধ্যে থেকে ৬ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, বিক্রির উদ্দেশ্যে তারা চোলাই মদ বহন করছিল। আটক তরুণদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

(এস/এসপি/জুলাই ১০, ২০২০)