বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভার ৬৪ জন পরিচ্ছন্নতা কর্মীদের উন্নতমানের করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। ইউএনডিপি’র অর্থায়নে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের পক্ষ থেকে এসব করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। 

বৃহস্পতিবার দুপুরে মোংলা পোর্ট পৌরসভার পৌর মেয়র মো. জুলফিকার আলী হাতে আনুষ্ঠানিক ভাবে করোনা সুরক্ষা সামগ্রী উন্নতমানের পিপিই, গামবুট, মাস্ক, সেফটি মুজা, হ্যান্ড গ্লাভস, চশমা ও হেলমেট ক্যাপ তুলে দেয়া হয়।

এ সময় ইউএনডিপি’র প্রতিনিধি মো. শরিফুল ইসলাম, পৌর কাউন্সিলরসহ করোনা সুরক্ষা সামগ্রী গ্রহনকারী ৬৪জন পরিচ্ছন্নতা কর্মী উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সেরে মাধ্যমে অনুষ্ঠানের ড. হোসেন জিল্লুর রহমান সাথে যুক্ত ছিলেন।

(এসএকে/এসপি/জুলাই ১০, ২০২০)