জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে কিশোরীদের ধর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেয়ায় তিন যুবককে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। পুলিশ শুক্রবার (১০ জুলাই) ওই তিন যুবককে গ্রেফতারের পর দুপুরে আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে জেলহাজতে পাঠান।

ওই তিন যুবক হলো মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া গ্রামের দুদু মণ্ডলের ছেলে তানভীর আহমদে রাজু (১৯), কদ্দুস মন্ডলরে ছেলে রবিউল ইসলাম রক্তিম (২৬) ও বদু মিয়ার ছেলে রবিউল ইসলাম (১৯)।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, তানভীর আহমেদ রাজু গ্রামের একাধিক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে তাদের সাথে কৌশলে সে শারীরিক সম্পর্ক স্থাপন করে দৃশ্য ভিডিও ধারণ করে। এসব ভিডিও ভাইরালের ভয় দেখিয়ে সে ওই মেয়েদের একাধিকবার ধর্ষণ করে। এসব কাজে সহযোগিতা করে একই গ্রামের রবিউল ইসলাম রক্তিম ও রবিউল ইসলাম নামে তার দুই বন্ধু।

সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করায় এক কিশোরীর বাবা বৃহষ্পতিবার (৯ জুলাই) মাদারগঞ্জ মডেল থানায় অভিযোগ করেন। পুলিশ তার লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) এবং ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯(১)/৩১(১)/৩৫ ধারায় মামলা (নং ০৭, তারিখ ০৯/৭/২০২০ইং) এফআইআর করে।

মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আসামিদের আটক করে পুলিশ। পরে শুক্রবার দুপুরে রিমাণ্ডের আবেদনসহ তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

(আরআর/এসপি/জুলাই ১০, ২০২০)