আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : প্যাডেল চালিত রিকসা ভ্যানগুলোতে ব্যাটারী লাগিয়ে চলাচল করায় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ছোট বড় দূর্ঘটনা। এছাড়াও দ্রুত গতিগতির এ রিকশার কারনে নগরীতে প্রায়ই সৃষ্টি হচ্ছে যানজটের। 

নগরীর নতুন বাজারের মুদি ব্যবসায়ী হামিদুর রহমান জানান, মোটরসাইকেল তিনি বিএম কলেজের সামনে রাস্তার পাশে অবস্থান করছিলেন। হঠাৎ ব্যাটারী চালিত একটি দ্রুতগতির রিকশা এসে তার উপর আছরে পরলে তিনি মারাত্মক জখম হন। গত কয়েকদিন পূর্বে জেলার গৌরনদীতে মোবাইল কোর্ট চলাকালীণ একটি রিকশাকে সিগন্যাল দেয় পুলিশ।

রিকশাটির গতি দ্রুত থাকায় রিকশার চাকা এক পুলিশ সদস্যের উপর উঠে যায়। পূর্বে প্যাডেল চালিত রিকশা-ভ্যানগুলোর গতি কম থাকায় দূর্ঘটনা কম হতো। বর্তমানে রিকশার ব্যাটারী লাগিয়ে দ্রুতভাবে চলাচল করায় দূর্ঘটনা বেশি ঘটছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি ট্রাফিক মোঃ জাকির হোসেন মজুমদার জানান, ব্যাটারী চালিত রিকশাগুলো খুবই ঝুকিপূর্ণ। মেট্রোপলিটন এলাকায় চলাচল সম্পুর্ণ ভাবে বন্ধ করা হবে।

(টিবি/এসপি/জুলাই ১১, ২০২০)