রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত ডাক্তার ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার দুপুরে মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য  এ্যাড. মুস্তফা লুৎফুলল্লাহ। 

সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ কাজী হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জনাব ইউসুফ হারুন। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জিয়াউর রহমানসহ মেডিকেল কলেজের চিকিৎসক, নার্সসহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ।

বক্তারা এসময়, জেলার ডেডিকেটেড করোনা হাসপাতালের জন্য হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা, আরটি পিসিআর ল্যাব স্থাপন, পর্যাপ্ত চিকিৎসা সুরক্ষা সামগ্রী নিশ্চিত করার বিষয়ে ফলপ্রসু আলেকপাত করেন। এছাড়া চিকৎসক ও নার্স সংকট দূরীকরণে আরো চিকিৎ্সক ও নার্স পদায়নের বিষয়ে নিয়ে আলোচনা করেন তারা।

(আরকে/এসপি/জুলাই ১১, ২০২০)