বিনোদন ডেস্ক, ঢাকা : একেবারেই খামখেয়ালি পুলিশ অফিসার আরিফিন শুভ। কাজকর্ম ভাল লাগে না তার। কিন্তু এক সময় খুবই সাহসী হয়ে ওঠে সে। সঙ্গে তার বুদ্ধির কাছে হার মানে সবাই। একে একে সমাধান করে চলেন নানা  সমস্যা। পুলিশ অফিসার ভূমিকায় কিস্তিমাতে এভাবেই দর্শকরা তাকে খুজে পাবেন।

শুভর বিপরীতে থাকছেন অভিনেত্রী আঁচল। আরও আছেন মিশা সওদাগর, টাইগার রবি প্রমুখ। পরিচালক আশিকুর রহমান বলেন, কিস্তিমাত ছবিটিতে রোমান্স ও এ্যাকশানের দারুন রসায়ন ঘটানো হয়েছে। পুরোটায় দাবা খেলার মত। ছবির শুটিং শুরু হবে ১৫ই মার্চে এফডিসি প্রাঙ্গনে। এটি পরিচালকের দ্বিতীয় ছবি। প্রথমটি গ্যাংস্টার রিটার্নস। শুভ বলেন বর্তমানে আমি অন্য একটা কাজ নিয়ে ব্যস্ত আছি। ৯ মার্চ কাজ শেষ হলে কিস্তিমাতের জন্য প্রস্তুতি নেব। ছবির চরিত্রটি আমার কাছে একটু আলাদা অর্থবহ। তাই ভালভাবেই প্রস্তুতি নিয়ে কাজটি করতে হবে।

(ওএস/এএস/মার্চ ০৯, ২০১৪)