কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : ঝড়ের কারণে বিদ্যুতের ৩৩ কেভি লাইন ছিড়ে পড়ায় টানা ১৪ ঘন্টা ধরে অন্ধকারে কলাপাড়া উপজেলাসহ পাশ্ববর্তী তিনটি উপজেলা। মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে আকস্মিক ঝড়ের কবলে পড়ে বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়।

এতে কলাপাড়া পৌরশহরসহ কুয়াকাটা, মহীপুর, আলীপুর, ধুলাসার, নীলগঞ্জ, ধানখালী ইউনিয়নের হাজার হাজার গ্রাহক দুর্ভোগে পড়ে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়ে বরফকল মালিকসহ শিল্প কলকারখানার মালিকরা। এ কারণে বুধবার সকাল থেকে অন্তত দুই হাজার শ্রমিক বেকার সময় কাটায়। বরফ কল গুলোতে বরফ উৎপাদন বন্ধ থাকায় বরফ সংকটে বুধবার অন্তত শতাধিক ট্রলার মাছ শিকারে গভীর সমুুদ্রে যাত্রা করতে পারেনি বলে আলীপুর ও মহীপুরের ট্রলার মালিকরা জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল ৪ টা) গোটা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
কলাপাড়া আর ই বি’র ডিজিএম গবিন্দ চন্দ্র জানান, ঝড়ের কারণে ৩৩ কেভি লাইনের তার ছিড়ে যাওয়ায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে।
(এমকেআর/এএস/আগস্ট ১৩, ২০১৪)