জামালপুর প্রতিনিধি : বিজেএমসির কাছে পাওনা ২৬৪ কোটি টাকা পরিশোধের দাবিতে জামালপুরে মানববন্ধন করেছে জেলার পাট ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতির আয়োজনে এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক পাট ব্যবসায়ীর অংশগ্রহণ করেন।

জামালপুর জেলা পাট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হবির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সিংহ, সরিষাবাড়ীর পাট ব্যবসায়ী সমিতির নেতা আব্দুর রউফ চাঁন, দেওয়ানগঞ্জের পাট ব্যবসায়ী নেতা জিয়াউর রহমান জিয়া, ইসলামপুরের পাট ব্যবসায়ী নেতা আনোয়ার হোসেন প্রমুখ।

মানববন্ধনে পাট ব্যবসায়ীরা বলেন, দেশের ক্ষুদ্র পাট ব্যবসায়ীদের ২০১৬-২০১৭ সাল থেকে এ পর্যন্ত বিজেএমসির নিকট ২৬৪ কোটি টাকা বকেয়া পাওনা রয়েছে। জামালপুরেই দুই শতাধিক ক্ষুদ্র পাট ব্যবসায়ী বিজেএমসির নিকট প্রায় ৩০ কোটি টাকা পাবে। বিজেএমসি ব্যবসায়ীদের এ টাকা পরিশোধ না করার কারণে পাট ব্যবসায়ীরা মানবেতর জীবনযাপন করছেন। বারবার টাকা প্রদানের তারিখ নির্ধারণ করলেও বিজেএমসি টাকা পরিশোধ করছে না।

ব্যবসায়ীরা আরও বলেন, জামালপুর কৃষিপ্রধান একটি জেলা। এ জেলায় প্রায় ২৯ হাজার ১৫০ হেক্টর জমিতে পাট উৎপাদন হয়। কিন্তু পাট ব্যবসায়ীদের কাছে টাকা না থাকার কারণে কৃষকদের নিকট থেকে পাট ক্রয় করতে পারছেন না। ফলে এ জেলার কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে দেশের পাট ব্যবসায়ীদের টাকা পরিশোধের ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন পাট ব্যবসায়ীরা।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ীরা।

(আরআর/এসপি/জুলাই ১৪, ২০২০)