আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে আগৈলঝাড়ার এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল প্রধান ডা. বখতিয়ার আল মামুন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট গ্রামের আরব আলী মিয়ার ছেলে পয়সারহাট বন্দরে গ্যাস ব্যবসায়ি ফকরুল হাসান (৫২) করোনা উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ হয়ে পরলে গত ৯ জুলাই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে নমুনা পরীক্ষায় তার করোনা ধরা পরে। করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে ব্যবসায়ী ফকরুল হাসান মারা যান।

আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল প্রধান ডা. বখতিয়ার আল মামুন জানান, উপজেলার বাইরে অন্য জায়গায় করোনা আক্রান্ত হয়ে মারা যাবার পরে এলাকায় লাশ দাফনের ঘটনা ঘটলেও উপজেলা মধ্যে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ নিয়ে আগৈলঝাড়া উপজেলায় কোন রোগীর মৃত্যুর ঘটনা এটাই প্রথম। সরকারী হিসেবে উপজেলায় মোট আক্রান্তর স্যখ্যা ২৫জন, সুস্থ্য হয়েছেন ২০জন।

(টিবি/এসপি/জুলাই ১৪, ২০২০)