মোঃ ইমাম উদ্দিন সুমন, স্টাফ রিপোর্টার : নোয়াখালীতে একদিনে নতুন করে ৩৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ও সুস্থ হয়েছে ১৫ জন।

এ নিয়ে নোয়াখালী জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬০৬ জন, মৃত্যু হয়েছে ৫৫ জনের, মোট সুস্থ হয়েছেন ১৫৭১ জন।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১ টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

তিনি জানান, আগের তুলনায় নোয়াখালীতে করোনা সংক্রমণের মাত্রা কমার পাশাপাশি করোনা রোগীদের মধ্যে হাসপাতালের চেয়ে বাসায় সুস্থতার হার অনেক বেশী। নোয়াখালী জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর অর্ধেকের বেশী সুস্থ হয়েছেন ।

আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২১ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৫৯ জন।

(এস/এসপি/জুলাই ১৫, ২০২০)