ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনিসংহের ঈশ্বরগঞ্জে ভিক্ষুকদের পুর্নবাসনের লক্ষ্যে দুটি দোকান ও পাঁচটি রিক্সা প্রদান করা হয়েছে।

বুধবার ঈশ্বরগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এলজিএসপির অর্থায়নে ভিক্ষুক পুর্নবাসন প্রকল্পের আওতায় এ কর্মসূচীর উদ্বোধন করেন ময়মনসিংহ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গালিব খান।

এসময় বিধবা, বয়স্ক প্রতিবন্ধী ২শ১৯জন সুবিধা ভোগীর মাঝে ভাতার বইও বিতরণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, ঈশ্বরগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হানিফা প্রমুখ।

(এন/এসপি/জুলাই ১৫, ২০২০)