চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে গলায় ফাঁস নিয়ে ও কীটনাশক বিষপানে আত্মহত্যা করেছে দুই গৃহবধূ। পুলিশ দুইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে থানায় পৃথক দুইটি ইউডি মামলা হয়েছে। 

জানা গেছে, পারিবারিক কলহের কারণে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিলচলন ইউনিয়নের কুমারগাড়া গ্রামের মিনারুলের স্ত্রী স্মৃতি খাতুন (৩২) গ্যাস ট্যাবলেট (কীটনাশক) খায়। তাকে প্রথমে চাটমোহর ও পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

এদিকে, উপজেলার হরিপুর ইউনিয়নের লাউতিয়া গ্রামে গলায় ফাঁস নিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১টার দিকে। নিহত গৃহবধূ হলেন ওই গ্রামের আঃ সোবাহানের স্ত্রী মমতা খাতুন (৩৮)।

এলাকাবাসী জাানায়, পারিবারিক কলহের কারণে মমতা মঙ্গলবার দুপুরে সবার অগোচরে নিজ ঘরের ডাবের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

চাটমোহর থানার ওসি মো.আমিনুল ইসলাম আত্মহত্যার দুটির বিষয় নিশ্চিত করেছেন।

(এস/এসপি/জুলাই ১৫, ২০২০)