জামালপুর প্রতিনিধি : বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজের পর আঁখক্ষেত থেকে মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরু মিয়া (৬৫)'র লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯ টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

ওই মুক্তিযোদ্ধার বাড়ি জামালপুরের দেওয়ানগঞ্জের খড়মা পশ্চিম ভাটিরপাড়া। তিনি ওই এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে।

মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট খাইরুল ইসলাম বলেন, গতকাল বিকেলের দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে মলমগঞ্জ বাজারে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করে কোথাও তাকে পাওয়া যায়নি। আজ সকাল ৯ টার দিকে পাশের আঁখক্ষেত থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাগরিবের নামাজ আদায় করে তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে বন্যার পানিতে সৃষ্টি হওয়া গভীর খাদে পা পিছলে পড়ে গিয়ে বন্যার পানিতে তিনি নিখোঁজ হন।

দেওয়ানগঞ্জের নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, জোহর নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরু মিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

(আরআর/এসপি/জুলাই ১৬, ২০২০)