স্টাফ রিপোর্টার, রংপুর : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ভাতিজা হুসেইন মকবুল শাহরিয়ার আসিফকে জাতীয় পার্টি থেকে বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেও এমপি শনিবার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পার্টির সাংগঠনিক এক আদেশে হুসেইন মকবুল শাহরিয়ার আসিফের বিরুদ্ধে ইতোপূর্বে জারিকৃত বহিস্কারাদেশ প্রত্যাহার করা হলো। পার্টির গঠনতন্ত্রেও ২০/১(১) এর ক ধারা মোতাবেক তার এই বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়। এই আদেশ ইতোমধ্যেই কার্যকর হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের ডিসেম্বরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তার ভাতিজা হুসেইন মকবুল শাহরিয়ার আসিফকে দল থেকে বহিস্কার করেছেন। সে সময় আসিফ দলীয় সিদ্ধান্ত অমান্য করে রংপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেন এরশাদ।

(এমএস/এসপি/জুলাই ১৯, ২০২০)