ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : জাতিরজনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে পাবনা জেলা আওয়ামী লীগের নেতা ও রাজমাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ব্যারিষ্টার সৈযদ আলী জিরু ঈশ্বরদী ও আটঘোড়িয়ায় এক হাজার বৃক্ষ রোপনের কর্মসূচি হাতে নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এই শ্লোগাণকে সমুন্নত করে গত ২৪ শে জুন হতে তাঁর অনুসারীরা লাগাতার বিভিন্ন প্রতিষ্ঠানে গাছ লাগানোর কাজে ব্যপৃত রয়েছেন। 

খেলাঘর ঈশ্বরদী শাখার সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান তুফান জানান, ঈশ্বরদী পৌর এলাকার কেন্দ্রীয় গোরস্তান, মৌবাড়ি দুর্গা মন্দির, ঈশ্বরদী মহিলা কলেজ, স্কুলপাড়া মডেল প্রাইমারী স্কুল, আলহাজ্ব মোড়, সাউথ প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব হাই স্কুল, পর্বটেংরী বালিকা উচ্চ বিদ্যালয়, ফতেহমোহাম্মদপুর গোরস্তান, ভেলুপাড়া মসজিদ, দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর বাজার, কালিকাপুর গোরস্তান, বাঁশেরবাদা মহাবিদ্যালয়, সলিমপুরের ভাষা শহীদ বিদ্যা নিকেতনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, মাদ্রাসা, গোরস্তান ও শ্মশানসহ বিভিন্ন স্থানে বছর ব্যাপী এই কর্মসূচি অব্যাহত থাকবে । ব্যক্তিগত অর্থাায়নে জিরুর গাছ লাগানোর এই কর্মসূচি বিভিন্ন মহলে প্রশংসিত হচ্ছে।

তরুণ প্রকৌশলী ইফতেখাইরুল ইমন জানান, ঈশ্বরদী ও আটঘোড়িয়ার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ডে ওয়ার্ডে ফলদ ও ও ঔষধি গাছ লাগানোর কাজ চলছে।

সোমবার সকালে ব্যরিষ্টার জিরু জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও আমাদের ভবিষ্যত প্রজন্মকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হতে মুক্ত রাখার জন্য আওযামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষে দেশে এক কোটি গাছ লাগানোর কর্মসূচি হাতে নিয়েছেন। আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হিসেবে আপার এই কর্মসূচির সাথে একাত্বতা প্রকাশ করে আমার এলাকায় গাছ লাগানোর কাজে কর্মসূচি হাতে হয়েছি। দেশ মাতৃকার টানে তরুণ প্রজন্মের ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা আমার এই কর্মসূচি বাস্তবায়নের জন্য নিরলসভাবে পরিশ্রম করছে। জিরু সমাজের সকল শ্রেণী ও পেশার মানুষকে গাছ লাগানোর কাজে অংশগ্রহনের আহব্বান জানিয়েছেন।

(এসকেকে/এসপি/জুলাই ২০, ২০২০)