মায়ার বাঁধন

জীবন হলো কিছু দিনের
মিছে মানব কূলে,
কচু পাতায় জল যেমন
যেওনা কেউ ভুলে।

একটু খানি হাওয়া এলে
গড়িয়ে পড়ে নিচে,
তেমনি করে জীবনটাও
জগৎ মাঝে মিছে।

মায়ায় বাঁধা আছি সবাই
আমার ভাবি সব,
খেলার ছলে দিবস কাটে
শুধুই কলরব।

মিছে মায়ার বসত ভিটা
সবই পড়ে রবে,
সকল ছেড়ে শূন্য হাতে
চলেই যেতে হবে।

সময় মতো ডাকতে হবে
দয়াল তুমি দেখো,
শেষের দিনে তোমার ঘরে
আপন করে রেখো।