স্টাফ রিপোর্টার, ঢাকা : রতনপুর স্টিল রি-রোলিং মিল লিমিটেডের (আরএসআরএম) আইপিও লটারির ফল প্রকাশ করা হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দিতে আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। সকাল সাড়ে ১০টায় রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে হয় লটারির ড্র অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন কোম্পানির চেয়ারম্যান মাকসুদুর রহমান, প্রধান অর্থ কর্মকর্তা ওবায়দুর রহমান, ও ইস্যু ম্যানেজার কোম্পানির প্রতিনিধি হিসেবে উপস্থিত রয়েছেন জনতা ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএসএম কামাল ও প্রতিষ্ঠানটির উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

এছাড়া ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এবং সিডিবিএলের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আইপিওতে নির্দিষ্ট সংখ্যক লটের চেয়ে বেশি আবেদন জমা পড়ায় লটারির মাধ্যমে শেয়ারহোল্ডার বেছে নেওয়া হবে ড্রয়ের মাধ্যমে।

প্রসঙ্গত, এর আগে আইপিওতে আরএসআরএমের ৫৮৯ কোটি টাকার আবেদন জমা পড়েছে। যা মোট আবেদনের প্রায় ছয়গুণ।

এর মধ্যে সাধারণ বিনিয়োগকারী, ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারী ও মিউচ্যুয়াল ফান্ডের জামা পড়েছে ৫৪৭ কোটি টাকা। বাকী ৪২ কোটি টাকা আর অনিবাসী বাংলাদেশীদের। এ পর্যন্ত পাঁচ দশমিক ৮৯ শতাংশ আবেদন জমা পড়েছে।

(ওএস/অ/আগস্ট ১৪, ২০১৪)