স্টাফ রিপোর্টার, ঢাকা : ককটেল বিস্ফোরণ, গাড়ি পোড়ানো ও নাশকতা সৃষ্টির অভিযোগে রমনা ও শাহবাগ থানায় পুলিশের দায়ের করা দু’টি মামলায় বিএনপির ৩ নেতা গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান ও আবদুস ছালামের জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত।

একই সঙ্গে আগামী ২১ অক্টোবর পুলিশ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর হাকিম সাদরীনা আলী আসামিদের জামিন মঞ্জুর করেন।

আসামি পক্ষের আইনজীবী এডভোকেট জয়নাল আবেদীন মেজবাহ জানান, বৃহস্পতিবার আসামিদের জামিনের মেয়াদ শেষ হওয়ায় ঢাকা মহানগর হাকিম সাদরীনা আলীর আদালতে জামিন আবেদন করা হয়।

আবেদনের প্রেক্ষিতে জামিনের মেয়াদ বাড়িয়ে ২১ অক্টোবর পর্যন্ত বেধে দিয়েছেন আদালত। একই সঙ্গে ২১ অক্টোবর পুলিশ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত।

(ওএস/অ/আগস্ট ১৪, ২০১৪)