চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে পুলিশের (অবঃ) আরআই কর্তা মো. ওয়াজ উদ্দিনের দাপটে ও অত্যাচারে তার পরিবারের বড় ভাইয়েরা অতিষ্ঠ হয়ে পড়েছে। এই কর্তার অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ তার বড় ভাইয়েরা করলেই শারীরীক ও মানষিক নির্যাতনের শিকার হচ্ছে বার বার।

সর্বশেষ জমি নিয়ে বিরোধের জেরে আপন দুই বড় ভাইকে হাতুরী দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ছোট ভাই ওয়াজ উদ্দিন। সোমবার সকাল ১০টার দিকে উপজেলার বিলচলন ইউনিয়নের চরসেনগ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহতরা হলেন, বিলচলন ইউনিয়নের চরসেনগ্রামের মৃত.এনাত আলির ছেলে জামাত আলি (৭০) ও আলহাজ্ব জনাব আলী মাষ্টার (৭৫)। তাদের হাতুরী পেটা করে রক্তাক্ত জখম করেন, পুলিশের অবঃ আরআই মো. ওয়াজ উদ্দিন। এসময় তার দুই ছেলে আশফাক উদ্দিন মওদুদ ও মাঈনুদ্দিন সিয়াম সাথে ছিলেন। এ ঘটনার পরে আহত জামাত আলী চাটমোহর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ ও এলাকাবাসীর তথ্যে জানা যায়, পুলিশের (অবঃ) আরআই মো. ওয়াজ উদ্দিন গ্রামের বাড়িতে অবস্থান করে কয়েক দিন পূর্বে ওয়াজ উদ্দিন তার সৎ মায়ের অংশ জবর দখল করে ঘর নির্মাণ শুরু করে। জবর দখল ঠেকাতে না পেরে বাধ্য হয়ে সম্প্রতি তার সৎ মায়ের অংশ ওয়াজ উদ্দিনের অপর পাঁচ ভাইয়ের নিকট বিক্রি করে দেয়।

সোমবার জামাত আলী ও তার অপর তিনভাই উক্ত পৈত্রিক সম্পত্তির উপর গেলে ওয়াজ উদ্দিন সম্পত্তিতে প্রবেশ করতে নিষেধ করে। এসময় কথাকাটা কাটির এক পর্যায়ে ওয়াজ উদ্দিন ও তার দুই ছেলে জামাত আলী ও জোনাব আলীকে হাতুরী দিয়ে পিটিয়ে মারাত্বক জখম করে। এসময় প্রতিবেশীরা আহতবস্থায় জনাব আলী ও জামাত আলিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ইতিপূর্বেও এই ওয়াজ উদ্দিন পেশি শক্তির দাপটে বড় ভাইদের অংশের জমি জোড় পূর্বক দখল, মামলা হামলা করা সহ এলাকার অনেক মানুষই তার অত্যাচারে অতিষ্ঠ। অষ্টম শ্রেনী পাশের সনদে আশির দশকে পুলিশের কনষ্টেবল পদে ভর্তি চাকুরী নেন তিনি। পরবর্তীতে প্রমোশন পেয়ে আর আই পদে উন্নীত হন। চাকরী জীবনে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পোষ্টিং হলে স্বর্ণ চোরাচালানের সাথে সম্পৃক্ততার অভিযোগে সাসপেন্ডও হন। বছর তিনেক আগে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের পর বাড়িতে এসে থাকার পর থেকেই পরিবার ও এলাকার মানুষদের সাথে একের পর এক আক্রোশ মূলক বিরোধে জড়িয়ে পড়ছেন সে।

অভিযোগের বিষয়ে ওয়াজ উদ্দিন বলেন, এসব মিথ্যা অভিযোগ। আমি ৩০ বছর ধরে আমার জমিতে বসবাস করছি। আমার ভাইয়েরা কোন কাগজপত্র ছাড়া আমার জমি দখল করতে আসে। আমি তাদের বলেছিলাম, কাগজপত্র দেখান আমি জমি ছেড়ে দিবো। কিন্তু তারা মায়ের কাছ থেকে জমি কিনেছে দাবী করে জোড় পূর্বক আমার ঘর ভাঙ্গার চেষ্টা করলে আমি তাদের বাধা দেই। আশপাশের মানুষ বিশৃঙ্খলা ছাড়াতে গেলে আমার বড় ভাই ইটের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাত পান। বিষয়টি আদালত ও থানা পুলিশ অবগত আছে।

(এস/এসপি/জুলাই ২১, ২০২০)