ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করতে আসা বেলারুশ নাগরিক হৃদ রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বিকেলে মৃত্যুবরণ করেছেন। ইউছু ফাউ তিমুর (৪২) নামের এই বেলারুশ নাগরিক প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান নিকিমথ-এর কাজে যোগদানের জন্য গত ১৬ই জুলাই  বাংলাদেশে আসেন।

প্রকল্পের মূল ঠিাকাদারী প্রতিষ্ঠান এটমস্ট্রয় এক্সপোর্টের চিকিৎসক ডাঃ ফখরুল ইসলাম বেলারুশ নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১৬ জুলাই ইউছু ফাউ তিমুর নিকিমথ কোম্পানীর কাজের জন্য বাংলাদেশে এসে গ্রীণসিটিতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

বৃহস্পতিবার দুপুরে খাওয়ার পর সে ঘুমিয়ে পড়ে। বিকেলে অনেক ডাকাডাকি করেও ঘুম হতে না উঠলে রূমমেট কোম্পানীর মাধ্যমে আমাকে খবর দেয়। বিকেল পাঁচটার দিকে গ্রীণসিটিতে যেয়ে পরীা করলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। সম্ভবত হার্ট এ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানিয়েছেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিন জানান, বেলারুশ নাগরিকের মৃত্যুর খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে সন্ধ্যায় ময়না তদনেÍর জন্য পাবনায় পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর কর্তৃপক্ষের নিকট লাশ হস্তান্তর করা হবে।

(ওএস/এসপি/জুলাই ২৩, ২০২০)