রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতের নাম লায়লা বেগম(৬৫)। তিনি কালিগঞ্জ উপজেলার নলতা গ্রামের নুরুল হকের স্ত্রী।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসাইন জানান, বৃহষ্পতিবার সন্ধ্যা ৬টার দিকে করোনা উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মারা যান নলতার লায়লঅ বেগম। বুধবার তিনি তার নমুনা পরীক্ষার জন্য সাতক্ষীরার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠান। খবর পেয়ে পুলিশ তার বাড়ি লক ডাউন করেছে। স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

(আরকে/এসপি/জুলাই ২৩, ২০২০)