টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে ‘টারশিয়ারী শিক্ষায় দূরত্বকালীন সময়ে সরঞ্জাম এবং কৌশলগুলির ব্যবহার’ শীর্ষক কর্মশালা রবিবার (২৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

অনলাইনের মাধ্যমে ওই কর্মশালার উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন, কর্মশালার আহ্বায়ক প্রফেসর ড. মো. ইকবাল মাহমুদ।

বিভাগের চেয়ারম্যান মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোস্তফা কামাল নাসির।

মূল বক্তব্য উপস্থাপন করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রভাষক মো. হাবিবুর রহমান।

কর্মশালায় অনলাইনের মাধ্যমে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


(আরকেপি/এসপি/জুলাই ২৬, ২০২০)