আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আইসিইউতে ব্যাবহার উপযোগী মেডিকেল ভেন্টিলেটর মেশিন উদ্ভাবন করেছে ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ।

রবিবার সকালে বরিশাল নগরীর গ্লোবাল ভিলেজের মিলনায়তনে সংবাদ সম্মেলন করে উদ্ভাবক প্রফেসর ড. মোঃ সৈয়দ আলী মোল্লা জানান, দেশে গড়ে সাড়ে তিন লাখ মানুষের জন্য একটি ভেন্টিলেটর এবং এর আমাদানিও অনেক ব্যায় বহুল। তাই তারা দীর্ঘদিন চেষ্টার পর যে ভেন্টিলেটর উদ্ভাবন করেছে তার খরচ পরেছে প্রায় ৭০ হাজার টাকা। ১০ থেকে ১৫টি ভেন্টিলেটর একত্রে তৈরী করতে গেলে খরচ পরবে সর্বোচ্চ ৩৫ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন, বিওটির চেয়ারম্যান ড. মোঃ ইমরান চৌধুরীসহ সংশ্লিষ্টরা।

(টিবি/এসপি/জুলাই ২৬, ২০২০)