পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় এক কাউন্সিলরের কফিনে জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়ায় জাতীয় পতাকার অপব্যবহারের অভিযোগ উঠেছে। পাথরঘাটা পৌরসভার মেয়র আনোয়ার হোসেন আকনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাথরঘাটার ইউএনও মো. হুমাযয়ূন কবিরের কাছে গত রবিবার লিখিত অভিযোগ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সকাল ৯ টার দিকে পাথরঘাটা পৌরসভা কার্যালয়ে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারিকুল ইসলাম লিটন খানের জানাজা অনুষ্ঠিত হয় শুক্রবার সকাল দশটায়। এর আগে পাথরঘাটা পৌরসভা কার্যালয় তার কফিন নেওয়া হয়।

পৌরসভায় কার্যালয় কাউন্সিলরের কফিন পৌঁছলে জাতীয় পতাকা দিয়ে তার কফিন মুড়িয়ে দেওয়া হয়। ওই সময় কফিনের সামনে দাঁড়িয়ে দোয়া অনুষ্ঠান করা হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সচিবসহ পৌর কর্মচারীরা।

ইউএনও'র কাছে লিখিত অভিযোগ দেওয়া সচেতন ব্যক্তি রফিকুল ইসলাম কাকন বলেন, একজন কাউন্সিলরের কফিনে জাতীয় পতাকা মুড়িয়ে মূলত জাতীয় পতাকার অপব্যবহার করা হয়েছে। যা জাতীয় পতাকা আইনের পরিপন্থী। এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তসহ বিচার দাবি করছি।

অভিযোগ প্রসঙ্গে পাথরঘাটা পৌরসভার মেয়র ও পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি আনোয়ার হোসেন আকন বলেন, অতিউৎসাহি কেউ হয়তোবা কাউন্সিলরের কফিনে জাতীয় পতাকা দিয়ে ঢেকে দিয়েছেন। তবে এ কাজটি কে বা কারা করেছেন তা আমার জানা নেই।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ূন কবির বলেন, তদন্ত করে এ ঘটনায় বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

(এটি/এসপি/জুলাই ২৭, ২০২০)