জামালপুর প্রতিনিধি : জামালপুরে বজ্রপাতে মঙ্গলবার (২৭ জুলাই) সকালে  রিমা পারভীন অন্তরা নামে ২৫ বছর বয়সী এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ওই গৃহবধূ  সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুটামনি গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে ও এসএসএস এনজিওতে কর্মরত সদর উপজেলার শাহবাজপুর গ্রামের মোখলেছুর রহমানের স্ত্রী।

পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হলে পালের গরু গোয়ালে ওঠাতে যান ওই গৃহবধূ। এসময় বজ্রপাত হলে গৃহবধূ অন্তরা ও তার পালের গরুটি ঘটনাস্থলেই মারা যায়। বজ্রপাতে অন্তরার ঘাড়ের পেছনের অংশের মাংস ঝলসে গেছে।

নিহতের ভাই কুটামনি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেদ মোশারফ মিলন জানান, অন্তরার স্বামী কুমিল্লাতে এসএসএস এনজিওতে চাকরি করেন। তাদের মাইশা আক্তার (৪) নামে একটি মেয়ে আছে। দেশে করোনাভাইরাস প্রভাবের জন্য কর্মস্থল থেকে স্বামী-স্ত্রী জামালপুরে চলে আসেন। পরে তার স্বামী কর্মস্থলে ফিরে গেলেও অন্তরা আর যাননি। ব্র্যাক এনজিও থেকে লোন নিয়ে তিনি ওই গরুটি কিনে পালতেন।

(আরআর/এসপি/জুলাই ২৭, ২০২০)