বড়লেখা(মৌলভীবাজার)প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, ‘প্রযুক্তিগত শিক্ষার উপর জোর দিয়ে সরকার প্রতিটি বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব গড়ে তুলছে। সরকার বর্তমান অবাধ তথ্য প্রযুক্তির যুগে শিক্ষার্থীকে সাধারন শিক্ষার পাশাপাশি প্রযুক্তি শিক্ষার উপর জোর দিয়েছে।

২০২১ রুপকল্প বাস্তবায়নে শিক্ষার্থীদেরকে কম্পিউটার শিক্ষায় জ্ঞানার্জনের কোন বিকল্প নেই। প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদেরকে পাঠদান করার মাধ্যমে ডিজিটাল যুগের সাথে পরিচয় করে দেয়া হচ্ছে, যাতে করে শিক্ষার্থীরা পরবর্তী শিক্ষাস্তরে প্রযুক্তি শিক্ষা সহজে আয়ত্বে আনতে পারে। নতুন শিক্ষানীতির আলোকে সৃজনশীল পাঠদানের মাধ্যমে বিশ্বের শিক্ষার সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকার শিক্ষা খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে পাসের হার দিন দিন বাড়ছে।’

তিনি বৃহস্পতিবার মৌলভীবাজারের বড়লেখা নারী শিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরিউক্ত কথাগুলো বলেন।

অধ্যক্ষ হারুন-উর-রশীদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মো. আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার উদ্দিন, উপাধ্যক্ষ একেএম হেলাল প্রমুখ।

(এলএস/জেএ/আগস্ট ১৪, ২০১৪)