স্টাফ রিপোর্টার : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ভার্চ্যুয়াল মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বারজজ আদালতের বিচারিক কার্যক্রম আগামী ৬ আগস্ট থেকে আবারো চলবে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাস রোগের সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ব্যতিরেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার শুধু ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বাংলাদেশের প্রধান বিচারপতির সদয় অনুমোদনক্রমে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান ৬ আগস্ট সকালে ১১টা ৩০ মিনিট থেকে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চ্যুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের চেম্বার কোর্টে শুনানি গ্রহণ করবেন।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে এবং দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় আদালত ব্যবস্থা বন্ধ রেখে ভার্চ্যুয়াল কোর্ট চালুর উদ্যোগ নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। পরে এ সংক্রান্ত বিধি সংশোধন করা হয়। এরপর থেকে সুপ্রিম কোর্টসহ দেশের অধস্তন আদালতগুলো ভার্চ্যুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

(ওএস/এসপি/জুলাই ২৯, ২০২০)