কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের কলাতলী এলাকায় এক যুবককে অপহরণের পর মুক্তিপণের টাকা নিতে এসে আব্দুল্লাহ আল মামুন (২০) নামের অপহরণ চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় অপহরণের ২৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে অপহৃত মোরশেদুল আলম (১৮) কেও।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে কক্সবাজার শহরের কলতলীর হোটেল মোটেল জোনের ক্লাসিক সী- রিসোর্ট নামের একটি ভবনের সপ্তম তলা থেকে অপহৃত মো. মোরশেদুল আলম (১৮) কে উদ্ধার করা হয়।
অপহৃত মোরশেদুল আলম মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর জহিরুল হকের পুত্র।
আটক অপহরণকারি চক্রের সদস্য আব্দুল্লাহ আল মামুন কক্সবাজার শহরের পাহাড়তলীর মৌলভী পাড়ার মোক্তার হোসেনের পুত্র।
উদ্ধার অভিযান পরিচালনাকারী কক্সবাজার সদর থানার এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন, কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা থেকে বুধবার বেলা ১০ টার দিকে মোরশেদুল আলম অপহরণ করে একটি চক্র। এরপর অপহরণকারীরা ১ লাখ টাকা মুক্তিপন দাবী করে। বিকাশের মাধ্যমে টাকা পরিশোধের জন্য একটি বিকাশ নম্বর দেয় অপহরণকারীরা। পরবর্তীতে তাদের দেয়া বিকাশ নম্বর ট্রেকিং করে মুক্তিপণের টাকা টাকা উত্তোলন করতে আসা আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মতে কলাতলীর ক্লাসিক সী রিসোর্টের ৭ম তলা খেকে অপহৃতকে উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান জানিয়েছেন, অপহরণকারী মামুন সহ পলাতক আরো ৪ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি পলাতকদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
(টিটি/এএস/আগস্ট ১৪, ২০১৪)