আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের আগৈলঝাড়ায় ইউএনও রওশন ইসলাম চৌধুরীসহ নতুন করে আরও চার জনের করোনা সনাক্ত হয়েছে।

এর আগে গত ২৮জুলাই ইউএনও’র স্ত্রীসহ ৭জনের আক্রান্তর সর্বোচ্চ রেকর্ড হয়েছিল।

শুক্রবার রাত দশটায় তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, গত ২৪ ঘন্টায় উপজেলা নির্বাহী অফিসার রওশন ইসলাম চৌধুরীসহ উপজেলায় ৪ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে রয়েছেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার রওশন ইসলাম, রাজিহার ইউনিয়নের ধানডোবা গ্রামের একজন, গৈলার কালুপাড়া গ্রামের একজন ও কালুপাড়া গ্রামের অপর জন রানী বালা। রানী বালা ২৯ জুলাই করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছিলেন। মৃত রানী বালার নমুনা সংগ্রহ করে পরীক্ষায় পাঠালে তার করোনা পজেটিভ আসে। একই দিন ৩জনের শরীরে করোনা নেগেটিভ ফলাফল এসেছে।

উপজেলায় এপর্যন্ত মোট করেনায় আক্রান্ত ৫৩জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ জন, মৃত্যু বরন করেছেন ৩জন।

(টিবি/এসপি/আগস্ট ০১, ২০২০)