আমতলী (বরগুনা) প্রতিনিধি : আমতলী উপজেলার এতিম শিশু ও হতদরিদ্র ৫২৫ পরিবার এর মধ্যে ২ কেজি করে কোরবানীর মাংস বিতরণ করা হয়েছে।

ইসলামিক রিলিফ বাংলাদেশ সোমবার সকাল ১১টায় আমতলী সদর ইউনয়ন পরিষদ কমপ্লেক্স এর হল রুমে এ মাংস বিতরণ করেন। মাংস বিতরনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা।

ইসলামিক রিলিফ বাংলাদেশ এর আমতলী অফিসের প্রোগ্রাম অফিসার উইলিয়াম তপ্ন এর সভাপতিত্বে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আমতলী প্রেসক্লাব এর সাবেক সভাপতি মো. জাকির হোসেন, আমতলী প্রেসক্লাব এর সম্পাদক সৈয়দ নূহু উল আলম নবীন, ইউপি সদস্য মো. মিলন মৃধা, ইসলামিক রিলিফ এর ফিল্ড অফিসার আফতাব উদ্দিন ও সানজিদা পারভীন প্রমুখ।

ইসলামিক রিলিফ বাংলাদেশ এর আমতলী অফিসের প্রোগ্রাম অফিসার উইলিয়াম তপ্ন জানান, আমতলী উপজেলার যে সকল শিশুর বাবা নেই এরকম ৩২০ পরিবার এবং হতদরিদ্র ২০৫ পরিবারসহ মোট ৫২৫ পরিবারের মাঝে মোট এক হাজার পঞ্চাশ কেজি মাংস বিতরণ করা হয়।

(এন/এসপি/আগস্ট ০৩, ২০২০)