স্টাফ রিপোর্টার : কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের জন্য নগরবাসীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আসুন আমরা প্রতিজ্ঞা করি এই ঢাকা শহরে আমরা কোনো ময়লা-আবর্জনা ফেলব না।

সোমবার (৩ আগস্ট) বিকেলে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

আতিকুল ইসলাম ডিএনসিসির সব কাউন্সিলর, সংরক্ষিত মহিলা আসনের সদস্য, কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, তারা অত্যন্ত পরিশ্রম করে রাতদিন খেটে কোরবানির বর্জ্য অপসারণ করেছেন।

আতিকুল ইসলাম বলেন, এই কোরবানির ঈদ ছিল মহামারিকালীন ঈদ। এখানে মহামারির চ্যালেঞ্জ ছিল। সবকিছু মিলিয়ে আমাদের সিটি করপোরেশনের কাছে এই ঈদ চ্যালেঞ্জিং ছিল। কিন্তু আমরা মনে করি এই চ্যালেঞ্জিং ঈদের সময় নগরটাকে সুন্দরভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে পেরেছি।

মেয়র বলেন, আপনারা দেখেছেন আমরা প্রথমবারের মতো নির্দিষ্ট স্থানে ৪০০টি কোরবানি দেয়ার ব্যবস্থা করেছি। এখানে অনেক ধরনের চ্যালেঞ্জ ছিল। আমরা মনে করি আগামীতে আপনারা নির্ধারিত স্থানে পশু কোরবানি দেবেন এবং আমরা চাই সুন্দর ঢাকা শহর গড়তে।

ডিএনসিসি মেয়র বলেন, ঢাকা শহর থেকে আমরা উপার্জন করি। আমাদের বাচ্চারা এই শহরে পড়াশোনা করে। তারা বড় হচ্ছে ঢাকা শহরে। এই শহরকে পরিষ্কার করা আমাদের দায়িত্ব। আসুন আমরা প্রতিজ্ঞা করি এই ঢাকা শহরে কোনো ময়লা-আবর্জনা ফেলব না। ঢাকা শহরের নিয়ম-কানুন আমরা মেনে চলব।

(ওএস/এসপি/আগস্ট ০৩, ২০২০)