প্রান্ত সাহা :  জাহাঙ্গীরনরগর বিশ্ববিদ্যালয়ের JU Solidarity এবং সামাজিক সংগঠন Inspire Care&Cultivate Human AID-ICCHA(ইচ্ছা)'র উদ্যোগে সোমবার (৩ আগস্ট, ২০২০) বিকাল ৫ টায় টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ৮ ও ৯ নং ওয়ার্ড এর বন্যার্ত ৬০ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

JU Solidarity : Jahangirnagar University Ex-students’ and their friends’ unity এর আকবর উদ্দিন আহমেদ মিলন(জাবি-৯ম ব্যাচ, সরকার ও রাজনীতি বিভাগ) বলেন, 'মানুষ দেখে শেখে, যদি শেখার ইচ্ছে থাকে। আমরাও চাই যুগে যুগে নিঃস্বার্থ ভালো কাজগুলো করতে দেখে অন্যরাও এগিয়ে আসুক। টিকে থাকুক এই মানবিক কাজের ধারাবাহিকতা। জাবি ২য় ব্যাচ থেকে ৪৮ ব্যাচের একত্রে কাজ করার এই ঘটনাটা অবিস্মরণীয় হয়ে থাকবে। এই কাজ একদিন ইতিহাস হবে। আমাদের যৌথ প্রয়াসে কাজ খুব সুন্দরভাবে ও পারস্পরিক সুন্দর সমন্বয়ের মাধ্যমেই হচ্ছে। আজ মনে হচ্ছে সামনে আরো পথ পাড়ি দিতেও কোন কষ্ট হবে না যদি জাবিয়ান এই তরুণ, আন্তরিক ও উদ্যমীরা আমাদের পাশে থাকে। আর তাছাড়া বহু আগে থেকেই সেবা ও দানমূলক কাজে অভ্যস্ত হয়ে গেছি। মাঝে মাঝে মনে হয় এখানে বোধ হয় মানবতার পরাজয় ঘটেছে। কিন্তু দেখলাম, সঠিক জায়গায়, সঠিক মানুষ নিয়ে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা, অন্তঃপ্রাণ কর্মীদল নিয়ে কাজ করলে মানুষের আস্থা পাওয়া যায়। শেষ পয়সাটা থাকা পর্যন্ত কাজ করে যাবো। জয় হোক ICCHA ও JU Solidarity তথা নবীন তরুণ ও কম তরুণদের সংহতির। জয়তু মানবতা। জয়তু জাবিয়ান বন্ধন।'

জাবি'র সামাজিক সংগঠন Inspire Care&Cultivate Human AID-ICCHA(ইচ্ছা) এর সভাপতি নুরুজ্জামান শুভ (ইতিহাস-৪৫ ব্যাচ, জাবি) বলেন, 'জাবিয়ান, নন জাবিয়ান যেসকল ভাই আপু বন্যার্তদের জন্য ফান্ড দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সামর্থ্যানুযায়ী সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি সামনের দিনগুলোতে।'


ইচ্ছা'র সহ সভাপতি এস এন সোহেল রানা (ইতিহাস-৪৫ ব্যাচ, জাবি) বলেন, বন্যায় মানুষজন অনেক কষ্টে দিন অতিবাহিত করছে। আমরা বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। জাবিয়ান বড় ভাই ও আপুদেরকে অনেক ধন্যবাদ সাহায্য করার জন্য। জাবিয়ান এ বন্ধন চির অটুট থাকুক।'


টাঙ্গাইলের টিম লিডার রবিন (ইতিহাস ৪৫ ব্যাচ, জাবি) বলেন, 'আলহামদুলিল্লাহ, JU Solidarity & ICCHA এর যৌথ উদ্দ্যোগে টাঙ্গাইলের কালিহাতি উপজেলার ৮ নং এবং ৯ নং ওয়ার্ড এ ৬০ টি পরিবারের মাঝে খাদ্য সাহায্য প্রদান করতে পেরে আমার খুবই ভাল লাগছে। দুই দিনের পরিশ্রম এর পর কিছু মানুষ এর মুখে হাসি ফোঁটাতে পেরেছি এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না।। আশাকরি, JU Solidarity & ICCHA'কে নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাবো। অসংখ্য ধন্যবাদ আমাদের গান্ধিনা গ্রামের যুবক ভাইদের প্রতি তীব্র গরমে যাদের অক্লান্ত পরিশ্রমে এই কর্মসসূচি'টি সফল করতে পেরেছি। সারাদিন কাজ করে বন্যা উপেক্ষা করে এই ছেলেগুলো বাড়ি বাড়ি গিয়ে সাহায্য পৌঁছে দিয়েছে। সার্বক্ষণিক দিক নির্দেশনার জন্য বিশেষ ভাবে ধন্যবাদ জানাই আমাদের ৪১ ব্যাচের আলমগীর ভাই এবং গ্রামের বড় ভাই সাদেকুল ইসলাম'কে। একই সাথে প্রাণঢালা কৃতজ্ঞতা আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বড় ভাইদের প্রতি।'

সাহায্য গ্রহণকারী দিনমজুর সোলায়মান (বয়স: ৫৪) বলেন, আপনেরা আমাগো এই বন্যার সময় যে সাহাজ্য করছুন এইডাই পাইয়া আমরা অনেক খুশি হইছি, দোয়া করি আপনেরা যানি আরও সাহাজ্য করবার পারুন।'

ত্রাণ বিতরণকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আলমগীর হোসাইন (আইন ও বিচার, ৪১ ব্যাচ)সহ গান্ধিনা যুব সমাজ, কালিহাতি, টাঙ্গাইল এর ছেলেরা উপস্থিত ছিলেন।

(পিএস/আগস্ট ৪, ২০২০ ইং)