নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ধামইরহাট উপজেলার আলতাদীঘি শালবন জাতীয় উদ্যানে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য নিয়ে আসা একটি ল্যাঙ্গর প্রজাতির বড় হনুমান মারা গেছে। ধামইরহাট বনবিট কর্মকর্তার কার্যালয়ে খাঁচাবন্দি অবস্থায় বৃহস্পতিবার ভোরে হনুমানটির মৃত্যু হয়।

এদিকে এলাকাবাসী অভিযোগ করেছে, অযত্ন আর অবহেলার কারনেই হনুমানটির মৃত্যু হয়েছে। তবে অনেকে ভিন্নমত পোশন করেছেন। তাঁরা জানান, কয়েকদিন আগে আটককৃত অজগর সাপটি দেখতে সেখানে অনেক মানুষের সমাগম ঘটে। অনেকে খাঁচাবন্দি হনুমানদের শখের বসে বিভিন্ন খাদ্য খেতে দিয়েছে। সেখানে কোন অসহনীয় খাদ্য গ্রহনের ফলে হনুমানটির মৃত্যুর কারন হতে পারে। ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন জানান, মৃত্যূর কারন জানার জন্য হনুমানটির ভিসেরা পাশ্ববর্তী জেলা জয়পুরহাটে অবস্থিত আঞ্চলিক রোগ গবেষনা ইন্সটিটিউটে পাঠানো হয়েছে।
(বিএম/এএস/আগস্ট ১৪, ২০১৪)