রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : করোনার টেস্ট নিয়ে প্রতারণার অভিযোগে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে ১০ দিনের রিমাণ্ড শুনানী শেষে আদালতে সোপর্দ করে র‌্যাব।

বুধবার দুপুর ১২টায় খুলনা র‌্যাব-৬ এর কার্যালয় থেকে সাতক্ষীরা তাকে আমলী আদালত- ৭ এর বিচারক রাজীব রায় এর এজলাসে হাজির করান মামলার তদন্তকারি কর্মকর্তা খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের উপপরিদর্শক রেজাউল করিম। পরে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়।

সাহেদ করিম ঢাকার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান ও এক সময়কার সাতক্ষীরা শহরের কামান নগরের বিশিষ্ঠ ঠিকাদার ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাফিয়া করিমের ছেলে।

সাতক্ষীরা আদালতের পুলিশ পরিদর্শক অমল কুমার রায় জানান, গত ১৫ জুলাই বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তের লবঙ্গ নদীর উপর নির্মিত ব্রেইলী ব্রীজ এর নীচ থেকে সাহেদকে বোরখা পরিহিত অবস্থায় গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউণ্ড গুলি উদ্ধার করা হয়। রাতেই র‌্যাব-৬ এর সিপিসি-১ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে ১৯৭৮ সালের আর্মস অ্যাক্টের ১৯-এ উপধারা এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর বি/এ ধারায় দেবহাটা থানায় একটি মামলাটি(৫নং) করেন। মামলায় সাহেদ করিমকে প্রধান আসামিসহ একজনকে পলাতক ও অজ্ঞাত একজনকে আসামি করে মামলাটি করা হয়। মামলার তদন্তভার পান দেবহাটা থানার পুলিশ পরিদর্শক উজ্জ্বল কুমার মৈত্র।

তিনি আরো জানান, গত ২২ জুলাই মামলাটির তদন্তভার র‌্যাব এর উপর ন্যস্ত হয়। মামলার নতুন তদন্তকারি কর্মকর্তা খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের উপপরিদর্শক রেজাউল করিম ২৩ জুলাই সায়েদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ড আবেদন করেন। সায়েদ ঢাকার একটি জেলখানায় থাকায় ২৬ জুলাই রিমাণ্ড আবেদন শুনানী শেষে বিচারক রাজীব রায় তার ১০ দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। ২৭ জুলাই তাকে ঢাকার জেলখানা থেকে খুলনা র‌্যাব- ৬ এর কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। ৩০ জুলাই তাকে দেবহাটার কোমরপুর সীমান্তে আনা হয়। আজ বুধবার দুপুরে তাকে খুলনা র‌্যাব-৬এর কার্যালয় থেকে সাতক্ষীরার আমলী আদালত-৭ এর কাঠগড়ায় হাজির করানো হয়। পরে তাকে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়।

জিজ্ঞাসাবাদে সাহেদ র‌্যাবকে অনেক চাঞ্চল্যকর তথ্য দিয়েছে যাহা যাঁচাই বাছাই চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

(আরকে/এসপি/আগস্ট ০৫, ২০২০)