নড়াইল প্রতিনিধি : নড়াইলের পুরুলিয়াতে নদীর বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মাসুদ রানা (৩৬) নামের একজন নিহত হয়েছে। এই ঘটনায় আরো ৭ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। 

নিহত মাসুদ রানা ওই গ্রামের আলী আকবর শেখের ছেলে। তিনি ফাস্টসিকিউরিটি ইসলামী ব্যাংকের ফরিদপুর শাখায় সিকিউরিটি গার্ডে কর্মরত ছিলেন। পুলিশ এই ঘটনায় জড়িত ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কাজল মোল্যা সহ ৬ জনকে আটক করেছে।

স্থানীয়রা জানায়, পুরুলিয়া ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক কাজল মোল্যার সাথে একই গ্রামের আমিনুর শেখের নবগঙ্গা নদীর বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিন দন্দ্ব চলে আসছিলো। ৪ আগষ্ট আমিনুর শেখ এর নেতৃত্বে বালু উত্তোলনে বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ৫ আগষ্ট সকালে কাজল মোল্যা ৫০/৬০ জন নিয়ে আমিনুর শেখের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং এলোপাথাড়ি গুলি ছোড়ে। এতে আমিনুর শেখের ৭/৮ জন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে মারাত্মক আহত মাসুদ রানাকে নড়াইল সদর হাসপাতালে আনার পথে মারা যান। গুলিবিদ্ধ ৩ জন নড়াইল সদর হাসপাতালে আরো ৪ জনতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(আরএম/এসপি/আগস্ট ০৫, ২০২০)