নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সুবর্ণচর উপজেলার ১নং চরজব্বার ইউনিয়নের কাঞ্চন বাজারে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে দু'পক্ষের সংঘর্ষে আব্দুল মান্নান (৪৫) নামের একজন নিহত হয়েছেন। তিনি চরজব্বার ইউনিয়নের পশ্চিম চরজব্বার গ্রামের মৃত মজিবুল হকের ছেলে।

এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে নুর আলমের ছেলে আবুল কাশেম (৩৫), রাসেল হোসেন (২০), মৃত জয়নাল আবেদিনের ছেলে হেলাল উদ্দিনকে (৩৭) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা ৭ টায় সুবর্ণচর উপজেলার ১ নং চরজব্বার ইউনিয়নের কাঞ্চন বাজারে আহত কাশেমের জননী ফার্মেসীতে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। পশ্চিম চরজব্বার গ্রামের মজিবুল হকের ছেলে ফজলুল হক ফজলুর নেতৃত্বে আবুল খায়েরের পুত্র বাহার (৪৮), চর রশিদ গ্রামের আব্দুল কাদের পুত্র আবুল কালাম(৩৫), আব্দুল মালেক (২২), পশ্চিম চরজব্বার গ্রামের আব্দুল খালেকের পুত্র আব্দুল্যাহ (৩০), এমরান হোসেনের পুত্র রায়হান (৩০), রজমান (২২), চর রশিদ গ্রামের জয়নাল আবেদিনের পুত্র আইয়ুব আলী (২৮), মনতাজ ডাকাতের পুত্র ফারুক হোসেন(৪০)সহ১০/১২ জনের সন্ত্রাসী দল এ হামলা চালায়।

আহত আব্দুল মন্নানকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

চরজব্বার থানার ডিউটি অফিসার এএসআই উৎপল দেওয়ান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

(এস/এসপি/আগস্ট ০৬, ২০২০)